madras and highcourtOthers 

দেশের দুটি হাইকোর্ট শীর্ষে দুই বাঙালি বিচারপতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের দুটি গুরুত্বপূর্ণ হাইকোর্টের শীর্ষে দুই বাঙালি বিচারপতি। সূত্রের খবর,কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিতে চলেছেন। উল্লেখ করা যায়, কয়েক মাস পূর্বে কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সূত্রের আরও খবর, কলকাতা, মাদ্রাজ ও বম্বে হাইকোর্টকে “চার্টার্ড” হাইকোর্ট হিসাবে গণ্য করা হয়ে থাকে। বিচারপতি রাজেশ বিন্দালকে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের স্থানে বদলি করা হয়েছে। কলকাতা হাইকোর্টের আর এক বিচারপতি জয়মাল্য বাগচিকে বদলি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে।
প্রসঙ্গত,কলকাতা হাইকোর্টের অন্যতম বিচারপতি হিসাবে পরিচিত সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টে গেলেও বাঙালির ক্ষেত্রে বিষয়টি নতুন নয়। উল্লেখ করা যায়, ২০১৭ সালে ওই হাইকোর্টের একই দায়িত্ব পান বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন রয়েছেন সুপ্রিম কোর্টে। আবার ২০০৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচিকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি করা নিয়ে জল্পনা কলকাতা হাইকোর্টে।

Related posts

Leave a Comment