Upper Primary-2Education Others 

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন তালিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ প্রাথমিকের নতুন তালিকা। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাপ্ত নম্বর-সহ ইন্টারভিউয়ের মেধাতালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এক্ষেত্রে জানানো হয়েছে, কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com-এ নিজেদের অবস্থান দেখতে পারবেন প্রার্থীরা। উল্লেখ করা যায়, অধিকাংশ বিষয়ে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিযোগিতারও রয়েছে। ইন্টারভিউয়ে বরাদ্দ ১০ নম্বর। এ বিষয়ে আরও জানা যায়, কমিশনের ওয়েবসাইটে পৃথক লিঙ্কের সাহায্যে প্রার্থীদের নম্বর-সহ তথ্য পাওয়া যাবে। যাঁরা ইন্টারভিউয়ের ডাক পাননি, তাঁরাও সমস্ত তথ্য জানতে পারবেন বলে জানানো হয়েছে। আবারও শুনানি হওয়ার কথা রয়েছে।

Related posts

Leave a Comment