বিশেষজ্ঞদের উদ্বেগ একাধিকবার সর্বোচ্ছ করোনা সংক্রমণ হবে ভারতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। মাত্র ৩ সপ্তাহের মধ্যে বিশ্বে ৬ থেকে ৩ নম্বরে উঠে এসেছে। দিনে গড়ে ২৫ হাজারেওর বেশি করোনায় আক্রান্ত হচ্ছে। মার্কিন সংস্থা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এই সংক্রমণ বেশ কয়েকবার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে, যা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা প্রকাশও করছেন চিকিৎসকরা। এখন দিনে ২.৫ লক্ষ পরীক্ষা হচ্ছে যা জনসংসার নিরিখে যথেষ্ট নয় বলেই মত বিশেষজ্ঞদের। যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে সকলকেই অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভারত এখনও জনসংখ্যার নিরিখে সর্বোচ্চ সংক্রমণের পর্যায়ে পৌঁছায় নি। তাই যথেষ্ট সাবধানতার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত।

