কলকাতা ও ঢাকার মধ্যে চালু উড়ান পরিষেবা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ ২৮ অক্টোবর থেকে কলকাতা ও ঢাকার মধ্যে চালু হচ্ছে উড়ান পরিষেবা। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের বাবল উড়ান প্রকল্পে বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ইউএস বাংলা’ এই উড়ান চালাবে। অন্যদিকে বিমানবন্দর সূত্রের খবর, সপ্তাহে ৬ দিন দু-শহরের মধ্যে এই উড়ান পরিষেবা চলবে। উল্লেখ্য, কলকাতা থেকে এখন প্রতি সপ্তাহে ২ দিন সরাসরি লন্ডনের উড়ান পরিষেবা চলছে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, নভেম্বরের গোড়া থেকে তা চলবে সপ্তাহে একদিন করে। পাশাপাশি দুবাই থেকে মাঝে মধ্যে বাবল উড়ানের অধীনে যাতায়াত করছে এমিরেটসের উড়ান পরিষেবা।

