হারিয়ে যেতে বসেছে বইয়ের কদর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হারিয়ে যাচ্ছে বইয়ের কদর। বই-কে “জ্ঞানের প্রতীক” বলা হতো। অতীতে পণ্ডিত ও বিচক্ষণ মানুষের একমাত্র অবলম্বন ছিল পুস্তক বা গ্রন্থ। ভাষা চর্চা ও জীবনের মূল্যবোধ গড়ে তুলতে ভালো বইয়ের খোঁজ চলতো প্রতিনিয়ত। অত্যাধুনিক এই যুগে এসেছে পড়ার নানা উপকরণ। জ্ঞান বাড়ছে। তবে পুঁথিগত বিদ্যার চলও কমছে। পড়া এবং শোনার মানুষও কমে আসছে তুলনামূলকভাবে। গোটা বিশ্বের বিনোদন এখন হাতের মুঠোয়। বর্তমান সময়ে দেখার মানুষের সংখ্যাও বেড়ে চলেছে। সব মিলিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন,নানা বিনোদনের মাঝেও বইয়ের মূল্য থাকবে আজীবন। এক্ষেত্রে আপনার নিজস্ব মতামত আমরা প্রত্যাশা করি।
মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

