america and vedantoOthers World 

মার্কিন মুলুকে বাইডেন টিমে এবার বেদান্ত প্যাটেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মার্কিন মুলুকে বাইডেন টিমে আবারও ভারতীয় মুখ। এবার বেদান্ত প্যাটেল। জন্মসূত্রে গুজরাটি বেদান্তের বেড়ে ওঠা
ক্যালিফোর্নিয়াতে। পড়াশুনা করেছেন ক্যালিফোর্নিয়া ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, তৃতীয় কোনও ভারতীয় হিসাবে বেদান্ত হোয়াইট হাউসের প্রেস বিভাগে আসছেন। উল্লেখ করা যায়, বেদান্ত প্যাটেল বাইডেন টিমে প্রথম থেকেই রয়েছেন। ডেমোক্র্যাট দলের সঙ্গে তাঁর সম্পর্ক পূর্বেই। বাইডেনের প্রচার টিমের সিনিয়র মুখপাত্র ও তাঁর আঞ্চলিক যোগাযোগ প্রধান হিসাবে কাজের আগে ভারতীয় বংশোভূত কংগ্রেস সদস্য পামেলা জয়পালের প্রচার সচিব ছিলেন বেদান্ত। এর আগে মাইক হোন্ডার প্রচার সচিব ছিলেন তিনি।

Related posts

Leave a Comment