হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বীরভদ্র সিংহ (৮৭) প্রয়াত হলেন। সিমলার ইন্দিরা গান্ধি মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর প্রয়াণ হয়। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন আইসিইউ-তে। ৯ বার বিধায়ক হয়েছিলেন এই নেতা। এছাড়া ৫ বার সাংসদ হওয়ার নজির গড়েছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিকমহল।

