Subhash Chandra BoseOthers 

কলকাতা পুরসভার প্রতি ওয়ার্ডে সুভাষ স্মরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামীকাল কলকাতার সবকটি ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে হবে বিশেষ অনুষ্ঠান। নবান্ন থেকে এই নির্দেশ পাওয়া যায়। এরপর সেই মতো নির্দেশিকাও জারি করেছে কলকাতা পুরসভা। পাশাপাশি কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে জানা যায়, উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। উল্লেখ্য, প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হয় বিভিন্ন ওয়ার্ডে। তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করবে কলকাতা পুরসভা। এ বিষয়ে আরও জানা যায়, প্রত্যেক ওয়ার্ড কো-অর্ডিনেটরকে এই অনুষ্ঠান পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, ২০ হাজার টাকা করে ওয়ার্ড পিছু বরাদ্দ করা হয়েছে। একসময় সুভাষচন্দ্র বসু কলকাতা পুরসভার মেয়র এবং সিইও’র দায়িত্ব পালন করেছেন। ফলে তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী পালনের বিশেষ তাৎপর্য রয়েছে।

Related posts

Leave a Comment