মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম কমানোর বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মধ্যশিক্ষা পর্ষদ করোনা পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ পাঠ্যক্রম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। একথা পূর্বেই ঘোষণা করা হয়েছিল। সূত্রের খবর, পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিন্দি (প্রথম ভাষা) নেপালি (প্রথম ও দ্বিতীয় ভাষা), উর্দু (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা) এবং বাংলা (দ্বিতীয় ভাষা)-র ৩০ থেকে ৩৫ শতাংশ পাঠ্যক্রম কমানো হবে।

