আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোথাও হালকা বৃষ্টি। কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবার কোথাও কোথাও মেঘলা আকাশ। রোদ ও বৃষ্টির লুকোচুরি খেলাও চলছে। আবারও রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামিকাল রবিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে,উত্তর ও দক্ষিণের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। (ছবি: সংগৃহীত)

