আবহাওয়া বার্তা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: গরম ও অস্বস্তিকর আবহাওয়া রয়েছে রাজ্যের জেলাগুলিতে। আগামী বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে লু বয়ে যাওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতার ক্ষেত্রেও গরম ও অস্বস্তি থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে গরম ও অস্বস্তি বেড়ে যাওয়ার আশঙ্কা। (ছবি: সংগৃহীত)

