নজরে আবহাওয়া : সতর্ক নবান্ন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ৷ যা নিম্নচাপে পরিণত হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ৷ বঙ্গে দুর্যোগ মোকাবিলায় সতর্ক নবান্ন ৷ ঘূর্ণিঝড় কবে, কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা তা নির্দিষ্ট করে জানাতে পারেননি আবহ বিশেষজ্ঞরা। তার তীব্রতা নিয়েও আশঙ্কা রয়েছে।
আম্ফান, ইয়াস সহ বেশ কিছু ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই রাজ্য প্রশাসন অনেকটাই সতর্ক । ঘূর্ণিঝড়ের বিষয়ে মৌসম ভবন সূত্রে তেমন কিছু জানানো হয়নি। তবে প্রস্তুত থাকছে রাজ্য। নবান্ন সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে । আগামী ১০ মে থেকে বন্যা নিয়ন্ত্রণে কন্ট্রোলরুম চালু করা হবে। কন্ট্রোল রুম চলবে ২০ মে পর্যন্ত। তা খোলা থাকবে ২৪ ঘণ্টা। (ছবি: সংগৃহীত)

