next and webBreaking News Entertainment Others 

সৌমিত্র অভিনীত শেষ ওয়েব সিরিজ “নেক্সট “

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ “নেক্সট ” মুক্তি পেল। সৌমিত্র সিনেমা, সিরিয়াল, টেলিফিল্ম, নাটক ও যাত্রা প্রভৃতি ক্ষেত্রে অভিনয়ে সুনাম অর্জন করেছেন। সদ্য প্রয়াত এই অভিনেতা সব মাধ্যমেই তাঁর অভিনয় প্রতিভা বিকশিত করেছিল। বাংলা সিনেমায় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। এবার দর্শকরা তা দেখতে পাবেন। সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত প্রথম ও শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।

অভিনয়ে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, সমদর্শী দত্ত, মধুমিতা সরকার, বাদশা মৈত্র, চন্দন সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী ও সুমন বন্দ্যোপাধ্যায়-সহ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। থ্রিলারধর্মী এই সিরিজের পরিচালক সন্দীপ সরকার। গল্প মধুমিতা সরকারের। সিরিজের সঙ্গীত পরিচালকও সন্দীপ সরকার। প্লে-ব্যাক করেছেন ঊষা উত্থুপ। রহস্য নিয়ে এগিয়েছে “নেক্সট”-এর চিত্রনাট্য। একের পর এক খুন নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়।

Related posts

Leave a Comment