Primary ClassesEducation Others 

১৬৫০০ প্রাইমারি টিচার নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে ১৬৫০০ প্রাইমারি স্কুল টিচার নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারবেন।

প্রাইমারি স্কুল টিচার: মোট শূন্যপদ ১৬৫০০টি। সংরক্ষিত শ্রেণির প্রার্থী, প্রাক্তন সমরকর্মী, এক্সেমটড ক্যাটেগরি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ আছে। প্রাইমারির জন্য এনসিটিই নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং ট্রেনিং থাকতে হবে এবং টেট-২০১৪ উত্তীর্ণ হতে হবে। তফশিলি, ওবিসি-এ এবং বি, ইসি, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধীরা নম্বরে ৫ শতাংশ ছাড় পাবেন। ১-১২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। মাইনে ২৮,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

স্কুলটি যে মাধ্যমের সেই মাধ্যম পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত ওই ভাষাটি প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। উচ্চমাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেটটি যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ছাড়া অন্য কোনও রাজ্যের বোর্ড বা কাউন্সিলের হয়, তাহলে সেই বোর্ড বা কাউন্সিল ভারত সরকার/ সংশ্লিষ্ট রাজ্য সরকার স্বীকৃত হতে হবে। সকল প্রার্থীকেই অঙ্ক এবং ইংরিজি নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ করে তার সার্টিফিকেটধারী হতে হবে।

প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রথমে দরখাস্তে উল্লিখিত এনসিটিই নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস-২৯১৬ -র বিষয়গুলি খতিয়ে দেখার পর ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং অ্যাপ্টিটিউড টেস্ট হবে ১০ থেকে ১৭ জানুয়ারি, ২০২১ পর্যন্ত।

ফি বাবদ দিতে হবে ২০০ (তফশিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে ৫০) টাকা।

আবেদন করবেন অনলাইনে www.wbbpe.org বা wbbprimaryeducation.org ওয়েবসাইটের মাধ্যমে, ৬ জানুয়ারির মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbbpe.org/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment