৬১১৪ নার্স নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্সের পদে ৬১১৪ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। সিলেকশনের মাধ্যমে, নিয়োগ হবে অস্থায়ী পদে। তবে পরে স্থায়ী হতে পারে। নিচের মত যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন।
জিএনএম (মহিলা): মোট শূন্যপদ ৩৫৭৭টি। জিএনএম (পুরুষ): মোট শূন্যপদ ৩৯৭টি। বেসিক বি এসসি নার্সিং (কেবল মহিলাদের জন্য): মোট শূন্যপদ ২০৩২টি। পোস্ট বেসিক বি এসসি নার্সিং (কেবল মহিলাদের জন্য): মোট শূন্যপদ ১০৮টি।
ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল/ কলেজ অফ নার্সিং থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফ/ বেসিক বি এসসি (নার্সিং)/ পোস্ট বেসিক বি এসসি (নার্সিং) কোর্স পাশ হতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড হতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলা/ নেপালি ভাষা বলতে এবং লিখতে জানতে হবে।
১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। সময়ে সময়ে পরিবর্তিত সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি এবং ওবিসিরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৬০ টাকা। ফি দেবেন পশ্চিমবঙ্গ সরকারের গভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমে অংশগ্রহণকারী ব্যাংকগুলির মাধ্যমে, মম গভার্নমেন্ট রিসিপ্ট হেড অফ অ্যাকাউন্ট ‘0051-00-104-002-16’-তে। মানি অর্ডার, চেক, ব্যাংক ড্রাফট বা নগদে ফি দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গের তফসিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ, রাত ৮টার মধ্যে। বিজ্ঞপ্তি নং R/Staff Nurse,Gr-II/08/2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

