World Tuberculosis-1Others 

বিশ্ব যক্ষ্মা দিবসে কর্মসূচি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সারা বাংলাকে যক্ষ্মামুক্ত করতে ১৪ দফা কর্মসূচি গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সরকার এ সংক্রান্ত বিষয়ে লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছে। ২০২৫ সালের মধ্যে রাজ্যে যক্ষ্মা নির্মূল করার বার্তা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, সেই লক্ষ্যে এবার গোটা রাজ্যে ৩ সপ্তাহের জন্য পালিত হবে ‘যক্ষ্মামুক্ত বাংলা’ কর্মসূচি। এক্ষেত্রে আরও জানা যায়, যক্ষ্মারোগী চিহ্নিতকরণ থেকে শুরু করে চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন শিবিরও আয়োজন করতে হবে।

এ প্রসঙ্গে আরও জানানো হয়েছে, বাংলা থেকে এই রোগ নির্মূল করার জন্য সর্বস্তরে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। শুরু হচ্ছে বিভিন্ন কর্মসূচি। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ২১ দিন ধরে ১৪ দফা কর্মসূচি পালন করার জন্য রাজ্যের প্রতিটি জেলা, ব্লক ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যের প্রত্যন্ত এলাকায় নিয়মিত যক্ষ্মার পরিষেবা পৌঁছে দিতে হবে।

Related posts

Leave a Comment