গোয়েন্দা গল্পের স্রষ্টা
জনপ্রিয় গোয়েন্দা চরিত্রের স্রষ্টা। পেশায় চিকিৎসক হলেও কালজয়ী গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেছেন। রহস্য কাহিনীর প্রখ্যাত লেখক। কিরীটী রায়ের স্রষ্টা হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। গোয়েন্দা গল্পের রূপকার। “কিরীটী অমনিবাস”,”রাতের গাড়ি”সহ একাধিক রহস্য উপন্যাস তিনি লিখেছেন। তাঁর উপন্যাস নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি এই বিশিষ্ট লেখকের প্রয়াণ হয়। সেই স্মরণীয় লেখক ডাঃ নীহাররঞ্জন গুপ্তের প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য। (ছবি:সংগৃহীত)

