Entertainment Others 

কলকাতায় কার্টুন আঁকার কর্মশালা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এই প্রথম কলকাতায় কার্টুন আঁকার কর্মশালা। কলকাতা কার্টুন দলের এই কর্মশালা হতে চলেছে যোধপুর পার্কের ওল্ড মেট-স কাফেতে। আয়োজক সূত্রের খবর, আগামীকাল সকাল ১০টায় এই কর্মশালায় উপস্থিত থাকবেন অনুপ রায়, দেবাশীষ দেব, উপল সেনগুপ্ত, উদয় দেব প্রমুখ। ওল্ড মেট-স ক্যাফের কর্ণধার শুভজিৎ রায় চৌধুরী জানিয়েছেন, কাফের মধ্যে কার্টুন আঁকার এই উদ্যোগে রয়েছে নতুনত্ব।

Related posts

Leave a Comment