ধর্মীয় আচারে রাজনীতির রঙ, এন আর সি – সিএএ বিরোধিতায় দেবী সরস্বতী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন উৎসবের সাথে সাথে রাজনীতির রঙ এবার ধর্মীয় অনুষ্ঠানেও। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১ নং চেয়ারম্যান তথা কাউন্সিলার শাহওনওয়াজ (ডাম্পি) আলি মণ্ডল -এর অধীনস্থ ওয়ার্ডের নববালক সংঘের এ বছরের সরস্বতী বন্দনার থিম “NO NRC” ও “NO CAA”। আধার কার্ডের আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। যার উপরেই লেখা রয়েছে “NO NRC” – “NO CAA”। এমনকী আদার কার্ডের সঙ্গে সঙ্গতি রেখে ইংরাজী হরফে নাম ঠিকানা ও আধার নম্বরেরও উল্লেখ করা হয়েছে। Saraswati Devi, C/o – Bramha, Kailash, Himalaya- 000 000. এছাড়া আধার নম্বর লেখা রয়েছে 0029 0001 2020। আধার কার্ডের আদলে গড়া মণ্ডপে ছবির বদলে বসানো হয়েছে সরস্বতী দেবীর প্রতিমা। সব থেকে আশ্চর্যের বিষয় হল দেবীর জন্ম তারিখ দেওয়া রয়েছে 29/ 01/ 2020।

Related posts

Leave a Comment