প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় “অটোম্যাটিক আর্লি ওয়ানিং ডিসেমিনেশন সিস্টেম”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ইউরোপ-আমেরিকার মতো এবার রাজ্যেও ব্যবহার হবে অত্যাধুনিক প্রযুক্তির। আয়লা ও বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় বিশেষ কার্যকরী ভূমিকা নেবে এটি। দুর্যোগ আসার আগেই প্রশাসন এবং সাধারণ মানুষকে আগাম সতর্ক করতেই এই ব্যবস্থা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী ৩টি জেলা- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে “অটোম্যাটিক আর্লি ওয়ানিং ডিসেমিনেশন সিস্টেম” চালু হবে। জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে মোবাইল ফোনে ভয়েস কল এবং এসএমএস-এর মাধ্যমে বিপদ বার্তা পৌঁছে যাবে লক্ষ-লক্ষ মানুষের কাছে। এছাড়া আপনা থেকেই বাজবে সাইরেন। নবান্ন সূত্রের খবর, এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে বর্ষার আগেই।