মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ১০৭৩ পদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৪ পুরসভা ও পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের জন্য ১০৭৩ জন নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। সরকারিভাবে জানা গিয়েছে, এই নিয়োগের মধ্যে নিগমেই নিযুক্ত হবেন ৮৮১ জন চালক ও কন্ডাক্টর। তবে এই নিয়োগ স্থায়ী নয়। এজেন্সির মাধ্যমে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। প্রত্যেকের বেতন ১৩ হাজার ৫০০ টাকা। পাশাপাশি পুরসভায় অবশ্য স্থায়ী পদে নিয়োগ হবে। রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে জানিয়েছেন, দুর্গাপুর পুরসভায় বিভিন্ন পদে ১৬১ জন স্থায়ী নিয়োগ হবে। এছাড়া কলকাতা পুরসভায় ৪ জন স্থায়ী ভেটেরিনারি চিকিৎসক নিয়োগ করা হবে। এছাড়াও আরও দুই পুরসভায় ২৭টি বিভিন্ন স্থায়ী পদে নিয়োগ হবে। এই তালিকায় ইঞ্জিনিয়ারও রয়েছে। আবার চতুর্থ শ্রেণির কর্মচারীও রয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। স্থায়ী পদে নিয়োগের যে পদ্ধতি রয়েছে তা মেনেই এই পদগুলির জন্য প্রার্থী বাছাই করা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী।