Sports 

‘সুনীল জ্বরে’ তিলোত্তমা! ভগ্নিপতির বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ শ্যালক সাহেব

কলকাতা: বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঝলমলে আবেগে ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে এই ম্যাচে ভারত বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে।

এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন সুনীলের ভগ্নিপতি ও অভিনেতা শ্যালক সাহেব ভট্টাচার্য। ‘কথা’ সিরিয়ালের শুটিং শেষ করেই তিনি ছুটে এসেছিলেন যুবভারতীতে।

শ্যালক সাহেব বলেন, “বাবার খেলা মাঠে বসে দেখতে পারিনি ঠিকই, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে সুনীলের বিদায়ী ম্যাচের সাক্ষী থাকতে চেয়েছিলাম। কোনওরকমেই এটা মিস করতে চাইনি।”

তিনি আরও বলেন, “উন্মাদনা-আবেগ তো থাকবেই সুনীলকে ঘিরে। আর বাবার শেষ ম্যাচের সাক্ষী থাকবে ছোট ধ্রবও। আমি নিশ্চিত, পরিবারের সকলের চোখ ভিজবে আজ।”

এই ম্যাচে উপস্থিত ছিলেন সুনীলের বাবা খড়্গ ছেত্রী, মা সুশীলা ছেত্রী এবং স্ত্রী সোনম ভট্টাচার্য।

সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না, এটি ছিল একটি যুগের সমাপ্তি। ভারতীয় ফুটবলে তার অবদানের জন্য তাকে চিরকাল স্মরণ করা হবে।

Related posts

Leave a Comment