atin and memoriesEducation Others 

অতীন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:২০১৯ সালের ১৯ জানুয়ারি বিশিষ্ট সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ হয়। কবিতাকল্প ভাষা ছিল তাঁর। “নীলকণ্ঠ পাখির খোঁজে” তাঁর কালজয়ী সৃষ্টি। বাংলা সাহিত্যে তিনি তুলে ধরেছিলেন পূর্ববঙ্গের ফেলে আসা জীবন, প্রত্যন্ত গ্রাম্য জীবন সহ জীবন্ত সব চরিত্র। উদ্বাস্তু জীবনের অনেক ছবিই ধরা পড়েছে তাঁর লেখায়। একাধিক গ্রন্থের এই লেখক পাঠকমহলে আজও জনপ্রিয় হয়ে রয়েছেন। সাহিত্য একাডেমি সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণ দিবসে স্মরণ।

Related posts

Leave a Comment