আইসিসি ওয়ান-ডে ক্রমতালিকায় তিনে ভারত
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আইসিসি-র একদিনের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ হল। এই মুহূর্তে তিন নম্বর স্থানে নামল ভারত। ১১৫ রেটিং পয়েন্ট পেল ভারতীয় ক্রিকেট দল। আইসিসি যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। রেটিং পয়েন্ট ১১৮। দু-নম্বরে রয়েছে পাকিস্তান। পাক দলের রেটিং পয়েন্ট ১১৬। অন্যদিকে টেস্ট ও টি -টোয়েন্টি ক্রিকেট রাঙ্কিংয়ে ভারত এক নম্বর স্থানে রয়েছে। (ছবি: সংগৃহীত)

