asansol and bidhanBreaking News Others Politics 

আসানসোলে জন্মদিনে সেরা উপহার বিধানের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরসভার মেয়র হওয়া প্রত্যাশিত ছিল গৌতম দেবের। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই তা ঘোষণা করেছিলেন। বিধাননগরের মেয়র পদে বসছেন কৃষ্ণা চক্রবর্তী। চন্দননগর পুরসভার মেয়র পদে বসছেন রাম চক্রবর্তী। আসানসোলের ক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব বেছে নিলেন বিধান উপাধ্যায়কে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশের মত, আসানসোলে মেয়র পদের অন্যতম দাবিদার ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক।

নির্বাচনে না লড়েই আসানসোলের মেয়র হয়ে গেলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ৷ আসানসোলের মেয়র পদের দৌড়ে তাঁর নাম ছিল না ৷ তাঁকে আসানসোলের মেয়র হিসেবে তুলে ধরে চমক দিলেন তৃণমূলনেত্রী। জন্মদিনেই বিশেষ উপহার পেলেন বিধান উপাধ্যায়। তৃণমূলের দলীয় সূত্রের খবর,বারাবনি থেকে ৩ বার বিধায়ক নির্বাচিত হয়েছেন বিধান উপাধ্যায় ৷ তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারও করেছেন তিনি ৷ মেয়র হওয়ার খবর পাওয়ার পর বিধান উপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন,কর্মসূচিতে যাওয়ার পথে এই খবর পেলাম ৷ জন্মদিনে দিদি আমাকে আশীর্বাদ করলেন ৷ দলের ইস্তেহারে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলি পূরণ করার চেষ্টা করব। আসানসোলের সব বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া তাঁর অন্যতম অগ্রাধিকার হবে বলে জানিয়েছেন তিনি।

Related posts

Leave a Comment