কাতার বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ ইতালির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার ইতালিবিহীন বিশ্বকাপ হতে চলেছে। নর্থ ম্যাসিডোনিয়ার কাছে পরাজিত হল ইতালি। এই নিয়ে পরপর ২ বার ফুটবল বিশ্বকাপে নেই ইতালি দল ৷ নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হতেই বিদায় নিতে হল। ম্যাচের একমাত্র গোলটি হল শেষমুহর্তে ৷ গোল করেছেন অ্যালেকজান্ডার ত্রাজকভস্কি। তাঁর শট জালে জড়াতেই কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন ভেঙ্গে গেল ইতালির।

