ক্যারিবিয়ান ক্রিকেটার ডটিনের অবসর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ক্যারিবিয়ান দলের মহিলা ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন। ৩১ বছর বয়সে তিনি অবসরের কথা ঘোষণা করলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ২০০৮ সালে তাঁর অভিষেক হয়েছিল। ক্যারিবিয়ান জার্সিতে ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৬৯৭ রান করেছেন তিনি। দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর। ১৪৩টি একদিনের ম্যাচ খেলেছেন। রান সংখ্যা ৩৭২৭।

