ঘূর্ণিঝড় -“অশনি”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড়। নিম্নচাপ আন্দামানের নিকটবর্তী অঞ্চলে এসে শক্তিশালী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এছাড়া বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এসে নিম্নচাপে পরিণত হবে।
এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা। যার নাম “অশনি”। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, আগামী সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা । অন্যদিকে মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে,ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। (ছবি: সংগৃহীত)

