vivekananda birthdayBreaking News Education Lifestyle Others 

জাতীয় যুব দিবস : স্বামীজির মানবিক আদর্শ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। শ্রীরামকৃষ্ণের সুযোগ্য শিষ্য।
তাঁর মানবিক আদর্শ নিয়ে চলেছেন তিনি। তাঁর জন্মদিবসটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণের “যত মত,তত পথ” ছিল স্বামীজির চলার পথের আদর্শের আধার। একদিকে ঈশ্বরের আরাধনা-উপাসনা-সাধনা। অন্যদিকে মানবের সেবা। ধর্মীয় সংস্কারের মধ্যেও নিরলস কাজ করে যাওয়া। বিবেকানন্দের মানবধর্মই বিশ্বকে পথ দেখিয়ে এসেছে। পাশ্চত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাবে
স্বামীজি ধর্মের অভিমুখটি পরিবর্তন করে দিয়েছেন। তবে পাশ্চত্যের অগ্রগতির মূলে ছিল বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি।
স্বামী বিবেকানন্দের সেই ভাবনার উত্তরসুরি ছিলেন সুভাষচন্দ্র বসু। দেশে ও বাঙালির চোখে মহামানব হিসেবে পরিচিত বিবেকানন্দ। দীপ্ত কণ্ঠে স্বামীজি বলেছিলেন,”একটি লক্ষ্য গ্রহণ কর এবং সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান-জ্ঞান চিন্তা ধারাকে উৎসর্গ কর।” তাঁর মুখেই শোনা গিয়েছে, “আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি, কেননা জগৎটি আমাদের আয়নার মতো।” এই বৈদান্তিক সন্ন্যাসী বলে গিয়েছেন,”সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও,তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।” (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment