টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেপটাউনে পাকিস্তান কে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৭ উইকেটে জয়ী ভারত। ম্যাচ সেরা হয়েছেন জেমাইমা রুদ্রিগেজ। জেমাইমা-রিচা জুটির ব্যাটিং সাফল্যে পরাজিত পাক দল। জেমাইমা রুদ্রিগেজ ৩৮ বলে অপরাজিত ৫৩ রান করেছেন। রিচা ঘোষ ২০ বলে ৩১ রানের অপরাজিত ইংনিস খেলেছেন। এই ম্যাচের ফলাফল: পাকিস্তান ১৪৯-৪ ভারত ১৫১-৩। (ছবি: সংগৃহীত)

