রঞ্জি জয়ের স্বপ্ন বাংলার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ৩৩ বছর পর ইডেনে রঞ্জি জয়ের স্বপ্ন বাংলার। ফাইনালে বাংলা। প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ১৯৮৯-১৯৯০ মরসুমে দিল্লির বিরুদ্ধে ইডেনে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা দল। সেই সুযোগ ফিরে এল বঙ্গ ব্রিগেডের সামনে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে ৩০৬ রানে জয়ী হল বাংলা। ম্যাচ সেরা হয়েছেন আকাশ দীপ। ম্যাচের ফলাফল: বাংলা ৪৩৮ ও ২৭৯। মধ্যপ্রদেশ ১৭০ ও ২৪১। (ছবি: সংগৃহীত)

