তাপপ্রবাহের সম্ভাবনা কম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহ বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে রোদের তীব্রতা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। চৈত্রের দাবদাহ অব্যাহত রয়েছে। তবে তীব্র গরমের থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ রাজ্যে তাপপ্রবাহের তেমন কোনও সম্ভাবনা থাকছে না। উল্লেখ করা যায়, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর ৷ এক্ষেত্রে সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকবে। রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হবে। (ছবি: সংগৃহীত)

