নিদিষ্ট সময়েই মাধ্যমিকের ফল প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মে মাসের শেষেই মাধ্যমিকের ফলাফল প্রকাশের সম্ভাবনা। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে,২৮ এপ্রিলের মধ্যেই প্রধান পরীক্ষকের নম্বর-সহ উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন করে জমা দেওয়ার বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পর্ষদ সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরপত্র মূল্যায়নের গাফিলতি হলে শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে পর্ষদের নির্দেশ দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকদের। উল্লেখ করা যায়, এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষ ২০ হাজারেরও বেশি পরীক্ষার্থী। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ৭ মার্চ থেকে।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যাতে সময় নষ্ট না হয় সে বিষয়ে শিক্ষকদের নির্দেশ পাঠানো হয়েছে। উত্তরপত্র মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে তার গাইড লাইনও দেওয়া হয়েছে। ২ বছর পর করোনা আবহ কাটিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
উল্লেখ করা যেতে পারে,পরীক্ষা শেষ হওয়ার পরই পর্ষদ সূত্রে জানানো হয়েছিল, সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে। ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা থাকছে।

