দাবায় নকআউট পর্বে গুকেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এমচেস রাপিড অনলাইন দাবার নকআউট পর্বে পৌঁছে গেলেন ভারতের তরুণ দাবাড়ু ডি গুকেশ। এরপর নকআউট পর্বে ১৬ বছর বয়সী গুকেশ খেলবে রিচার্ড রাপোর্টটের বিরুদ্ধে। অর্জুন ফের লড়াই করবে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। প্রাথমিক পর্বে জয় পেয়েছিলেন ভারতীয় দাবাড়ু। এছাড়া বিদিত প্রতিযোগিতার নামবেন পোল্যান্ডের জু দুদার বিরুদ্ধে। (ছবি: সংগৃহীত)

