নাগাল্যান্ড -মেঘালয়ের ভোট ঘিরে কড়া নজরদারি
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচন ঘিরে অশান্তি রুখতে জোর তৎপরতা। নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা ভোট ঘিরে চুড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুটি রাজ্যেই ৬০টি করে বিধানসভা আসন । নির্বাচন কমিশন সূত্রের খবর, দুই রাজ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহল রয়েছে। পাশাপাশি বাড়তি নজর রাখা হচ্ছে সীমান্ত এলাকায়।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত “সিল” করে দেওয়া হয়েছে। আবার বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারেন সেদিকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে । ২ মার্চ নির্বাচনের ফল ঘোষিত হবে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত “সিল করা থাকবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

