ত্রিমুখী লড়াই ও নিরাপত্তা বলয়ে সাগরদিঘির ভোট গ্রহণ
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি :কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয় সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন। আজ সকাল ৭টায় শুরু হয় নির্বাচন পর্ব। ত্রিমুখী লড়াইয়ে চলছে ভোট গ্রহণ। সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ১১টি অঞ্চলে ২৪৬টি বুথ রয়েছে ।
কড়া নিরাপত্তা ও নজরদারিতে চলেছে এই ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্রের খবর, বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। রাখা হয়েছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই লাগানো হয়েছে ক্যামেরা। রয়েছে ওয়েব কাস্টিং ব্যবস্থা । বুথে চলবে নজরদারি। মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি সিএপিএফ।
সাগরদিঘির এই উপনির্বাচন ঘিরে রয়েছে টানটান উত্তেজনাও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে,পোস্টাল ভোটার সংখ্যা
১৫৩২ জন। যার মধ্যে রয়েছেন ৯৪০ জন পুরুষ ও ৫৯২ জন মহিলা । সার্ভিস ভোটার রয়েছেন ২৮৯ জন। যার মধ্যে পুরুষ সংখ্যা ২৮০ জন ও মহিলা ৯ জন।
কড়া নিরাপত্তা বলয়ে সাগরদিঘির উপনির্বাচন শুরু হলেও ভোটগ্রহণ পর্বে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া যায় । স্থানীয় সূত্রের খবর, সাগরদিঘির হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১০, ২১১ নম্বর বুথে ভোট কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী বুথের ভেতরে প্রবেশ করায় উত্তেজনা তৈরি হয় বলে খবর।
আবার সাগরদিঘির সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২০৯ নম্বর বুথে রাজ্যের পুলিশ ২০০ মিটারের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী। সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ পর্বে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিতেই ভোটগ্রহণ চলছে। ২৪৬ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।প্রতিটি ভোট কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। ফল জানা যাবে ২ মার্চ। (ছবি: সংগৃহীত)

