weather and rain 3juneBreaking News Others 

বাংলায় বর্ষার সম্ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বঙ্গে বর্ষার ইঙ্গিত। মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলায় বর্ষার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিস সূত্রের খবর, উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করতে চলেছে বর্ষা। এক্ষেত্রে বলা হয়েছে, উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরাম, মনিপুর ও নাগাল্যান্ডে পৌঁছে গিয়েছে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু।

আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী জানানো হয়েছে, উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু সাধারণত প্রবেশ করে ৫ জুন। এক্ষেত্রে বর্ষা প্রবেশ করেছে উত্তর-পূর্ব ভারতেও। বঙ্গেও বর্ষার ইঙ্গিত । মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। গরম জনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment