বাপ্পী লাহিড়ীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বলিউডের “ডিস্কো কিং” সঙ্গীতপ্রেমী মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন। প্রখ্যাত সুরকার ও সঙ্গীতশিল্পী দেশের সীমা ছাড়িয়ে উপমহাদেশেও জনপ্রিয় ছিলেন। বিশিষ্ট এই শিল্পী “গোল্ডম্যান অফ বলিউড” হিসাবে পরিচিত ছিলেন। মুম্বাইয়ের সান্তাক্রুজ-এর পবন হংস মহাশ্মশানে বাপ্পী লাহিড়ীর অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। শোকপ্রকাশ করেছেন শিল্পী ও সংস্কৃতিমহল সহ সমাজের বিশিষ্ট মানুষ।

