স্কুল বাস সংগঠনের আবেদন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্কুল খুললেও স্কুল বাসের চাহিদা নেই বললেই চলে। দীর্ঘ প্রায় ২ বছরে করোনা আবহে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে স্কুল বাস সংগঠনের প্রতিনিধিদের ৷ সম্প্রতি স্কুল খুলে যাওয়ায় অনেকটা স্বস্তি ফিরলেও, ব্যবসা বাঁচানোর তাগিদে সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা। এমনকী স্কুল খোলার দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন তাঁরা। রাস্তায় মিছিল করতেও দেখা গিয়েছে স্কুল বাস সংগঠনগুলিকে ।
উল্লেখ করা যায়, ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটরস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মিছিল হয়েছিল। এই সংক্রান্ত বিষয়ে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা একটি চিঠিও দিয়েছিলেন। এক্ষেত্রে সংগঠনের পক্ষে দাবি ছিল, স্কুলগুলিতে স্যানিটাইজেশন করা এবং যাতে দ্রুত স্কুল খোলার ব্যবস্থাও করা যায় তার প্রচেষ্টা নেওয়া ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল বাসে শারীরিক দুরত্ব বজায় রেখেই বসানোর ব্যবস্থা করানো হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় বাসের সংখ্যাও বাড়ানো হবে। এই বিষয়ে অভিভাবক ও স্কুলগুলির সঙ্গে তাঁরা কথা বলে নেবেন বলেও জানানো হয়েছে ।
এ বিষয়ে তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বাস ফি বাবদ মাসিক শতকরা ৫০ শতাংশ টাকা যেন দেওয়া হয়। ওই টাকা না পেলে স্থায়ী কর্মচারীদের বেতন সহ অন্যান্য বিষয়গুলি মেটানো সম্ভব হবে না। গত ২ বছর ধরে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে স্কুল বাস সংগঠনের প্রতিনিধিদের। সব মিলিয়ে তাঁদের বিষয়গুলি ভাবার আবেদন জানানো হয়েছে। স্কুল খুলে গেলেও তাঁদের সমস্যা রয়েই গিয়েছে।

