makor and sangkrantiBreaking News Others 

মকর সংক্রান্তিতে পুণ্যস্নান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গঙ্গাসাগরে মকরস্নান। দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ। সকালে মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করেছেন দেশের নানা প্রান্তের মানুষ। পাশাপাশি পালিত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক লোক উৎসবেরও। মকর সংক্রান্তির শুভক্ষণে পুন্যতিথিতে “দেব ডোলি” স্নানের ভিড়। উত্তরকাশির ভাগীরথী নদীতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ।পাটনায় গান্ধিঘাটে মকর সংক্রান্তির পুণ্যস্নান করেন ভক্ত-পুণ্যার্থীরা। স্নানের জন্য উত্তরকাশির ভাগীরথী নদীতেও স্থানীয় মানুষের ভিড় দেখা যায় । (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment