mp and test paperBreaking News Education Others 

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী সপ্তাহের শুরু থেকেই মাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা স্কুলের মাধ্যমে টেস্ট পেপার পাবেন। এমনটাই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের বার্তা। উল্লেখ করা যায়,এদিন মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা হওয়ার বিষয়ে অনেকটাই স্পষ্ট করেছে পর্ষদ। মাধ্যমিক পড়ুয়াদের টেস্ট পেপার উদ্বোধনে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিক পরীক্ষা ৭ মার্চ শুরু হওয়ার কথা। প্রস্তুতিও ঠিক রয়েছে। আমাদের ধারণা করোনা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য টেস্ট পেপার উদ্বোধন করা হয়েছে। মোট রাজ্য জুড়ে ৯৯৯১টি স্কুল থেকে প্রশ্নপত্র নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই প্রশ্নপত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে এবার টেস্ট পেপার দেওয়া হচ্ছে। বিনামূল্যে পড়ুয়ারা এই টেস্ট পেপার পাবেন স্কুল থেকে। রাজ্যের বিভিন্ন জেলায় তা বিতরণ প্রক্রিয়াও শেষ হয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment