মা সারদা সর্বমঙ্গলা
তিনি সর্বময়। সঙ্কটে পড়িলে মা পাশে দাঁড়ান। সত্য ও সেবাই তাঁর ধর্ম। সামাজিক ও সাংসারিক ক্ষেত্রে দেবী সারদা বলেছেন, “যে অল্পেতে তুষ্ট থাকে,তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। ” মা সারদা যে সর্বমঙ্গলা তা আমরা বলে থাকি। মানুষের সেবাই হল কর্ম। সন্তান জ্ঞানে মানুষের সেবা করেছেন তিনি । তাঁর একটি উপদেশ হল-“ধৈর্য ও বিশ্বাসেই মেলে ঈশ্বরের সান্নিধ্য।” চঞ্চল মনকে শান্ত করতেও মা সারদা পথ-নির্দেশ দিয়েছেন। মায়ের মুখে শোনা গিয়েছে,”মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই।”

