গৃহলক্ষ্মীর পুজো
মহালক্ষ্মী পুজো। এই পুজো রাজ্যে অনুষ্ঠিত হবে নিজস্ব গরিমায়। রীতি মেনে বিভিন্ন জেলার প্রান্তে আয়োজন হবে লক্ষ্মী আরাধনা। চলছে জোরকদমে তারই প্রস্তুতি পর্ব। মায়ের আগমন,ভোগ নিবেদন ও অঞ্জলির মাধ্যমে এই পুজোর প্রস্তুতি চলে। বঙ্গের নানা জেলায় বহু প্রাচীন লক্ষ্মীপুজো হয়ে থাকে। দুর্গাপুজোর পর দুর্গা দালানেও এই পুজোর তৎপরতা যেমন চলে তেমনই মহালক্ষ্মীর পুজো হয় বাঙালির গৃহেও। রাজবাড়ির অনেক লক্ষ্মীপুজো প্রাচীন ঐতিহ্য মেনে করা হয়। অনেক জেলাতে মহালক্ষ্মীর সঙ্গে গজরাজে বিরাজমান ইন্দ্রদেবের পুজোও হয়ে থাকে। মৃৎশিল্পীদের লক্ষ্মী প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।
Read More