sarada deviOthers 

সুখে-দুঃখে মা সারদা

সুখে-দুঃখে মা সারদা। রয়েছে তাঁর সহানুভূতি। গরিব-দুঃখীর জন্য তাঁর হৃদয় ব্যথিত হয়েছে। পতিত-কাঙাল দীন -দরিদ্রদের পাশে তিনি থেকেছেন। মা সারদার দেখানো পথে তাঁদের চোখ খুলে গিয়েছে। তাঁর দিব্যচোখে তিনি দেখেছেন সব কিছুকে। দেবী সারদার একটি বাণী আমাদের নতুন করে পথ চলতে শেখায়। তাঁর মুখেই শোনা গিয়েছে,”হেরে যাবো বলে পথ চলা শুরু করিনি,হোঁচট খেয়েছি অনেক,সামলেছি একাই…..তবু মনে আশা আজও আছে,চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে আমি আছি ভয় নাই।” মা সারদা সাধনা,সহিষ্ণুতা,সেবা ও সরলতার মিশ্রণ। তিনি সকলের মা সত্যিকারের মা। শতরূপে দেবী সারদাকে আমরা দেখে থাকি।

Related posts

Leave a Comment