হৃদয় জুড়ে উমা বন্দনা
পুজোয় হৃদয়ে দুর্গা। মহিষাসুর বধ করতে দুর্গার মর্ত্যে আগমন। থিমে থিমে সেজে উঠছে পুজো মণ্ডপ। বনেদী বাড়ির পুজো ঘিরে সাজ সাজ রব। থিমের আয়োজনে শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। প্রতিমা শিল্পীদের অবসর নেওয়ার সময় নেই এখন। শহর ও গ্রামাঞ্চলের পুজো কমিটিগুলি একে অপরকে টেক্কা দিতে আসরে নেমেছে। আপামর বাঙালির হৃদয় জুড়ে উমা বন্দনার প্রস্তুতি। নতুন নতুন ভাবনা নিয়ে কাজ চলছে। প্রতিমা,মণ্ডপ-সজ্জা,আলো নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলেছে। সাবেকি দুর্গার সঙ্গে মানান সই মণ্ডপ সজ্জার সঙ্গে চিরায়ত ভাবনার কাজ চলেছে। দেবীপক্ষের সূচনা হলেই সর্বজনীনের মণ্ডপ পুরোপুরি সেজে উঠবে। শোনা যাবে,”বাজল তোমার আলোর বেণু”…..। ভোর রাতে এই গানের শব্দে ঘুম চোখে এক অনাবিল আনন্দের অনুভূতি। শরতের আকাশে সোনা রোদের ছটা। কাশফুলের উঁকি। শিউলির গন্ধে মাতোয়ারা ভুবন। পুজো আসছে,পুজো আসছে ভাব। কাপড়ের ঝালন,রঙ্গিন কাপড়,বিশাল ঝাড়বাতি,বাঁশ ও বাঁশের বেত দিয়ে নানা হস্তশিল্প তৈরি হচ্ছে। এখনও দেবী প্রতিমার আদিরূপের মহিমা দেখা যায়। সেই চিরন্তন রূপের মধ্যেই নতুন ছোঁয়াও মেলে। এখন দুর্গাপুজোর থিমের জন্য আবহ সঙ্গীতের মূর্চ্ছনাও দেখা যায়। সব মিলিয়ে বাতাসে পুজো পুজো গন্ধ।

