লোকসভা নির্বাচন : রাজনৈতিক আবহাওয়া সরগরম
উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে হারানো রাজনৈতিক জমি দখলে মরিয়া তৃণমূল। দুর্গ রক্ষায় সজাগ বিজেপিও। এর মধ্যেই ভোট ঘোষণা হতেই কোমড় বেঁধে আসরে নামল বাম সমর্থিত সিপিআইএম জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী শিক্ষক দেবরাজ বর্মন। এই যুব প্রার্থী ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকদের মাঝে প্রচার করলেন । তাঁর মুখে শোনা গেল, “আপনাদের অধিকার, মজুরি-সহ অন্যান্য বিষয় নিয়ে যে একমাত্র দল লড়াই করে সেই পার্টির প্রার্থী আমি।”
জলপাইগুড়ি,বেলদার পর বালুরঘাটে সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ময়নাগুড়ি থেকে বেলদা হয়ে গঙ্গারামপুরে সভা করে আজ বসিরহাটে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
হুগলি লোকসভা কেন্দ্রে দুই তারকা অভিনেত্রীর প্রচার তুঙ্গে। রাজ্য রাজনীতির অঙ্গনে জোরচর্চাও। গতকাল বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রান্না ও খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে উঠলেন ভোটারদের মনোরঞ্জনে । পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে দেখা যায় লকেটকে । জনসংযোগ সহ রাজহাট এলাকায় ওলাবিবি তলায় পুজো দেন বিজেপি প্রার্থী। অন্যদিকে চন্দননগরে বোড়াইচন্ডী মন্দিরে পুজো ও পাশের মাজারে চাদর চরিয়ে প্রচার শুরু করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা। দলীয় কর্মীদের খাবার পরিবেশনও করেন।
নির্বাচনী বিধি লাগু অথচ আবারও রাজনৈতিক কারণে উত্তপ্ত দিনহাটার মাটি । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে মুখোমুখি বচসা ও সংঘর্ষে জড়ালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। লোকসভা ভোটের ঘোষণা হতেই বিজেপি-তৃণমূল দু-পক্ষই একে-অপরের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুঁড়ে
দিচ্ছেন । প্রচার অভিযান শুরু হতেই রাজনৈতিক আবহাওয়া সরগরম হতে শুরু করেছে রাজ্যের লোকসভা কেন্দ্রগুলিতে ।

