সকাল-সন্ধ্যায় কুয়াশার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। কলকাতা-সহ রাজ্যব্যাপী সকাল
ও সন্ধ্যার দিকে কুয়াশা থাকবে। হালকা ও মাঝারি কুয়াশা দেখা যাবে। অনেক স্থানে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামার সম্ভাবনা। বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আবহাওয়া দফতর সূত্রের খবর,কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ বাঁকুড়া,পশ্চিমবর্ধমান ও বীরভূম জেলায় মেঘলা আকাশ থাকবে ৷ হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামিকাল থেকে। এছাড়া পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। (ছবি:সংগৃহীত)

