সাঁতারে নয়া বিশ্বরেকর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাঁতারে নতুন বিশ্বরেকর্ড। অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাক স্টাবলটি কুক পুরুষদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে বিশ্বরেকর্ড গড়েছেন। অস্ট্রেলীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে তিনি সময় নিয়েছেন ২ মিনিট ০৫.৯৫ সেকেন্ড। তিনি রেকর্ড ভাঙলেন ২০১৯ সালে গড়া রাশিয়ার আন্তন চুপকভের। ২ মিনিট ৬.১২ সেকেন্ডের ছিল এই রেকর্ড।

