স্পেনীয় টেনিস তারকা কার্লোস শীর্ষে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ব ক্রম তালিকায় এক নম্বরে রয়েছেন টেনিস তারকা কার্লোস আলকারাজ। স্পেনীয় টেনিস তারকা কার্লোস শীর্ষে রয়েছেন। এ প্রসঙ্গে টেনিস নক্ষত্র আলকারাজ মন্তব্য করেছেন,”এক নম্বর আসন ধরে রাখাই এখন আসল পরীক্ষা।

