india win austreliaBreaking News Others Sports 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফিনিশার কার্তিক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ী হল ভারত। ৬ উইকেটে জয়ী হয়েছে রোহিত শর্মারা। ম্যাচ সেরা হয়েছেন রোহিত শর্মা। এই ম্যাচের ফলাফল অস্ট্রেলিয়া ৯০-৫(৮) । ভারত ৯২.৪ (৭.২) । রোহিত ২০ বলে ৪৬ রান করেছেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ভারতের ৯ রান। শেষ ওভারের প্রথম দুটি বলে একটি ছয় ও একটি চার মেরে ম্যাচ শেষ করলেন কার্তিক। সিরিজ আপাতত ১-১। শেষ টি-টোয়েন্টি ম্যাচ রবিবার।

Related posts

Leave a Comment